জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম ২০তম বিসিএস এ অংশগ্রহণ করে পুলিশ ক্যাডারে নিযুক্ত হয়ে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০০১ সালের ১৬ই জুন বাংলাদেশে পুলিশ একাডেমী সারদায় মৌলিক প্রশিক্ষণ গ্রহণের মধ্য দিয়ে তিনি চাকুরি জীবন শুরু করেন। মৌলিক প্রশিক্ষণ শেষে তিনি এএসপি হিসেবে প্রথম পুলিশ সুপারের কার্যালয় শেরপুর জেলা/এপিবিএন/কেএমপি, খুলনা/সাতক্ষীরা জেলা/মুন্সীগঞ্জ জেলায় কাজ করেছেন। ২০০৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে পিটিসি খুলনা/ইউএন এ্যাফেয়ার্স/লালমনিরহাট জেলা/ফেনী জেলা/ডিএমপি ও পিরোজপুর জেলায় দায়িত্ব পালন করেন। পিরোজপুর জেলায় কর্মরত থাকাকালে ২০১৩ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে প্রথমে ডিএমপি, ঢাকা পরে নোয়াখালী জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সাল হতে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ ০৫ (পাঁচ) বছর পুলিশ সুপার, নোয়াখালী জেলা হিসেবে দায়িত্ব গ্রহণের সময় তার বিভিন্ন মানবিক কর্মকান্ড সকলের নজরে আসে। তিনি ২০১৯ সালে এ্যাডিশনাল ডিআইজি ও ২০২২ সালে ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন এবং ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় পদায়িত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিফার্ম (সম্মান), এমফার্ম এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয় হতে মানব সম্পদ ব্যবস্থাপনায় এমবিএ ডিগ্রী অর্জন করেন। বাংলাদেশ পুলিশের মেধাবী এ কর্মকর্তার অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে ০২ বার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ। উক্ত মিশন ০২ (দুই) টিতে তিনি গুরুত্বর্পূণ অবদানের জন্য জাতিসংঘ শান্তি পদকে ভূষিত হন। এছাড়া তিনি দেশে ও দেশের বাইরে বিভিন্ন সভা/সেমিনার/ওয়ার্কশপ ও একাধিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে পুলিশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এর মধ্যে অন্যতম ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে Explosive Incident Countermeasures, louisiana State Police Academy, USA, ২০০৭ সালে Post Blast Investigation, US Training Center, North Carolina, USA, পরবর্তীতে ২০২১ সালে শিক্ষা সফর The study tour in the USA under the Alert List Programme এ অংশগ্রহণ, ২০২২ সালে ইন্দোনেশিয়ায় Preventing Terrorist attacks and fighting redicalization প্রশিক্ষণ কোর্স ও একই সালে অস্ট্রেলিয়ায় Using Social Media to Counter Radicalism প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে দক্ষিণ বঙ্গের ফরিদপুর জেলার বোয়ালমারী থানার শেখড় গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ ২১ বছরের চাকুরী জীবনে বিভিন্ন সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ০২ বার বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এবং ০১ বার প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হন। তিনি ট্যুরিস্ট পুলিশ হতে বদলি সূত্রে ২৬.০২.২০২৩ খ্রিঃ সিলেট মেট্রোপলিটন পুলিশে কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দেশের পূণ্য ভূমি হিসেবে পরিচিত আধ্যাত্মিক এ নগরীতে পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট হিসেবে জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম মহোদয়’কে স্বাগতম। তার সুযোগ্য নেতৃত্বে অত্র মহানগরের জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানে এসএমপি’র প্রতিটি পুলিশ সদস্য নিবেদিত হবে এই প্রত্যাশা ।