ঢাকাস্থ ইন্দোনেশিয়ার দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত H.E Mr. HERU HARTANTO SUBOLO মহোদয়ের সাথে সিলেট মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ
অদ্য ০৩/০৫/২০২৩খ্রিঃ তারিখ দুপুর ০১.১০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের কার্যালয়ে ঢাকাস্থ ইন্দোনেশিয়ার দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত H.E Mr. HERU HARTANTO SUBOLO মহোদয় ০৬ জন সফর সঙ্গী সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সাথে একটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায়, ঢাকাস্থ ইন্দোনেশিয়ার দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশ কমিশনার মহোদয় ঢাকাস্থ ইন্দোনেশিয়ার দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূতকে সিলেট মহানগরী সফর করায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকল ধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম মহোদয়, ঢাকাস্থ ইন্দোনেশিয়ার দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত H.E Mr. HERU HARTANTO SUBOLO মহোদয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।