২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৪

জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ, মহোদয়কে সিলেট সার্কিট হাউজে ফুলেল শুভেচ্ছা প্রদান

অদ্য ০৫/০৫/২০২৩ খ্রিঃ তারিখে সকাল ০৯:০০ ঘটিকার সময় মান্যবর সচিব (জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ, মহোদয়কে সিলেট সার্কিট হাউজে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম, মহোদয়, সম্মানিত সিলেট রেঞ্জ ডিআইজি জনাব শাহ্ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম মহোদয়, সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ মজিবর রহমান মহোদয়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম মহোদয়। এসময় এসএমপি পুলিশের একটি চৌকস দল মান্যবর সচিব মহোদয়কে হাউজ গার্ড সালামি প্রদান করেন।

জরুরি প্রয়োজনে ফোন করুন :- জরুরি সেবা ৯৯৯ সরকারি ও তথ্যসেবা - ৩৩৩ নারী ও শিশু নর্যাতন প্রতিরোধে - ১০৯ দুদক - ১০৬ দুর্যোগের আগাম বার্তা - ১০৯০ শিশুর সহায়তায় ফোন - ১০৯৮ ভুমিসেবা পেতে ও অভিযোগ জানাতে - ১৬১২২ ইমার্জেন্সি হটলাইন ই-জিপি - ১৬৫৭৫ ফায়ার সার্ভিস হটলাইন - ১৬১৬৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ হটলাইন - +৮৮০১৯০-৮৮৮৮৮৮৮